ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে বন্দুক নিয়ে জমি দখল করতে গেলেন যুবলীগ নেতা

প্রকাশিত: ২০:৫৬, ১৪ জানুয়ারি ২০২১

মোরেলগঞ্জে বন্দুক নিয়ে জমি দখল করতে গেলেন যুবলীগ নেতা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমির দখল নিতে পিতার বন্দুক নিয়ে ছুটে গেছেন এক যুবলীগ নেতা। এমন ঘটনার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে। সোমবার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আজ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভূক্তভোগী গ্রামবাসি। জানা গেছে, ছোটবাদুরা গ্রামের জবেদা খাতুনের সাথে ১.৫৬ একর জমি নিয়ে আদালতে মামলা চলে একই গ্রামের সাখাওয়াত ফরাজীর সাথে। মামলায় জবেদা খাতুনের পক্ষে রায় হয়। সেই বুনিয়াদে জবেদা খাতুনের ছেলে আলী হোসেন ও তার স্ত্রী বকুল বেগম জমি চাষ করেন। গত সোমবার ওই জমিতে ধান কাটতে গেলে সাখাওয়াত ফরাজীর ভাইপো যুবলীগ নেতা মেহেদী হাসান ওরফে বাবু ফরাজী তার পিতার বন্দুক নিয়ে ধাওয়া করেন আলী হোসেন ও তার স্ত্রী সন্তানদেরকে। এক পর্যায়ে দুই রাউন্ড ফাকা গুলি ছোড়েন। ওই সময় বাবুর সহযোগীরা বকুল বেগম, তার ছেলে সাইফুল ও দেবর মোশারেফকে পিটিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে নিজেকে ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দাবি করে বাবু ফরাজী বলেন, জমি আমাদের দখলে। ওখানে বন্দুক নিয়ে যাওয়া বা কোন প্রকার গুলির ঘটনা মিথ্যা। অপরদিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, বাবু ফরাজী ওয়ার্ড যুবলীগের কর্মী, সভাপতি নন। এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে ১০ মিনিটের ব্যবধানে উভয় পক্ষের দুটি অভিযোগ এজার হিসেবে গ্রহন করেছে থানা পুলিশ। মামলা দুটির তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুল কাদের এ বিষয়ে বলেন, জমির বিরোধ নিয়ে দুই পক্ষে মারপিটের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে বন্দুক নিয়ে যাওয়া বা ফাঁকাগুলির বিষয়ে এখন পর্যন্ত কোন প্রমান পাওয়া যায়নি। তদন্ত চলছে।
×