ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবাহনীর করোনা আক্রান্ত ফুটবলাররা সুস্থ

প্রকাশিত: ২০:৫৩, ১৪ জানুয়ারি ২০২১

আবাহনীর করোনা আক্রান্ত ফুটবলাররা সুস্থ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত আবাহনীর পাঁচ ফুটবলার ও দুইজন স্টাফের মঙ্গলবার দ্বিতীয় দফায় কোভিড পরীক্ষা করানো হবে। আপাতত আইসোলেশনে থাকা সবাই সুস্থ আছেন। এমনটাই নিশ্চিত করেছেন ক্লাবটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। ফুটবলাররা আক্রান্ত হলেও দলের অনুশীলনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বরং প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি নিচ্ছেন আকাশী-নীলরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্দেশনা অনুসারে গেল সপ্তাহে কোভিড টেস্ট করানো হয় আবাহনীর ফুটবলার, ম্যানেজার, কোচিং স্টাফসহ ৪৬ জনের। যেখানে করোনায় আক্রান্ত হন পাঁচজন ফুটবলার- রুবেল মিয়া, ফয়সাল আহমেদ শীতল, দীপক রায়, হৃদয় ও আল-আমিন হাসান। এছাড়া ক্লাবের সহকারী কোচ জাকারিয়া বাবু ও বলবয় মোহাম্মদ ইমনও করোনা পজিটিভ হয়েছেন। করোনায় আক্রান্তদের বর্তমানে ক্লাব কর্তৃপক্ষ আলাদা ভবনে আইসোলেশনে রেখেছেন। যদিও তাদের মধ্যে কোনো উপসর্গ ছিল না। মঙ্গলবার আইসোলেশনে থাকা ফুটবলার ও স্টাফদের আবারো করোনা পরীক্ষা করানো হবে বলে জানান আবাহনীর ম্যানেজার। সত্যজিত দাস রূপু বলেন, আমরা তাদেরকে পুরোপুরি আইসোলেশনে রেখেছি। দুইজন বাসায় অবস্থান করছে। বাকিদেরকে বিভিন্ন বিল্ডিংয়ে আইসোলেশনে রাখা হয়েছে। আবার তাদের টেস্ট করা হবে। এদিকে, করোনায় আক্রান্ত পাঁচ ফুটবলার রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় হলেও, দলের অনুশীলনে কিছুটা প্রভাব পড়েছে। তারপরও লিগকে সামনে রেখে রুটিন অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন বাকি ফুটবলাররা। ক্লাব ম্যানেজার সত্যজিত দাস রূপু বলেন, প্রস্তুতি চলছে লিগের। সবাই থাকলে সুবিধা হতো। তবে ওরা আপাতত প্র্যাকটিসের বাইরে আছে। এটা আমাদের জন্য কিছুটা সমস্যা তৈরি করছে। তবে অন্যরা সুস্থ আছে। গেল বার করোনার কারণে মাঝপথেই লিগ বাতিল করেছিল ফেডারেশন। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেও সব ক্লাবের খেলোয়াড়রা স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থেকে খেলতে পারলে, ফেডারেশন কাপের মতো প্রিমিয়ার লিগও সফলভাবেই শেষ হবে বলে বিশ্বাস আবাহনীর।
×