ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অ্যাথলিটদের ভ্যাকসিনেশন নিয়ে নয়া বিতর্কে টোকিও অলিম্পিক

প্রকাশিত: ২০:৫১, ১৪ জানুয়ারি ২০২১

অ্যাথলিটদের ভ্যাকসিনেশন নিয়ে নয়া বিতর্কে টোকিও অলিম্পিক

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারণে আবারো বিতর্কের মুখে টোকিও অলিম্পিক্স। এবার ভ্যাকসিনেশন নিয়ে আপত্তি তুলেছে খোদ জাপানের বিশ্লেষকরা। অনেকের দাবী তড়িঘড়ি করে ভ্যাকসিন দেয়া হলে, সাইড ইফেক্ট হতে পারে অ্যাথলিটদের শরীরে। তাই ভ্যাক্সিনেশন ছাড়াই গেমস আয়োজনের পক্ষে মত দিয়েছেন তারা। তবে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে জাপান প্রশাসন। বছর পিছিয়ে টোকিও অলিম্পিক্স আয়োজনের পরবর্তী সময় ২৩ জুলাই। কিন্তু যে কোভিডের কারণে বিলম্ব, ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরও সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছে না কেউই। বরং নতুন করে শুরু হয়েছে বিতর্ক। করোনা মোকাবিলায় পৃথিবীর বিভিন্ন দেশ ইতোমধ্যেই ভ্যাকসিনেশন শুরু করেছে। জাপান এই পথে হাটবে আসছে ফেব্রুয়ারিতে। তবে বিপত্তিটা তৈরি হয়েছে অ্যাথলিটদের নিয়ে। বিশ্লেষকরা বলছে তড়িঘড়ি করে খেলোয়াড়দের এই প্রক্রিয়ায় আনা হলে হতে পারে ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া। তারা বলছেন, জানুয়ারি মাস প্রায় শেষ হতে চললো। জুলাই পর্যন্ত হিসেব করলে আমাদের হাতে প্রায় পাঁচ মাসের মত সময় আছে। এর মধ্যে সব অ্যাথলিটের ভ্যাকসিনেশন সম্ভব না। কারন টিকা আবিষ্কার হলেও, মাত্র হাতে গোনা কয়েকটি দেশ তার প্রয়োগ শুরু করেছে। আর এটা যদি তড়িঘড়ি করে প্রয়োগ করা হয় তাহলে ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। এদিকে, করোনার মাঝেই ধীরে ধীরে স্বরুপে ফিরছে ক্রীড়াঙ্গন। নিয়ম কানুনে কিছুটা পরিবর্তন এনে ইভেন্ট চালু করেছে ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার বিভিন্ন মাধ্যমে। আয়োজকদের অনেকেরই ভাবনা এই পদ্ধতিতে গেমস আয়োজনের। অলিম্পিক আয়োজক কমিটি বলছে, তাদের থেমে থাকার কোন উপায় নেই। কেউ থেমেও নেই। করোনার মাঝেই পৃথিবীর বিভিন্ন দেশ খেলাধুলা শুরু করে দিয়েছে। অবশ্য নিয়ম কানুনে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। আমরাও এই পন্থা অবলম্বন করে গেমস আয়োজন করতে পারি। কিন্তু তার জন্য প্রশাসনের অনুমোদন প্রয়োজন। একই সঙ্গে গবেষনাও দরকার। কারণ একটি নির্দিষ্ট ইভেন্ট আয়োজন আর অলিম্পিক আয়োজন এক কথা না। তবে বিভিন্ন পরিকল্পনা করা হলেও, খোদ জাপানীরাই চাচ্ছে না আয়োজন করা হোক অলিম্পিক গেমস। করোনা প্রকোপের জন্য এখনো জরুরি অবস্থা চলছে টোকিওসহ আশপাশের শহরগুলোতে।
×