ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুজিব ফিদে রেটিং দাবায় জিয়া শীর্ষে

প্রকাশিত: ২০:৫০, ১৪ জানুয়ারি ২০২১

মুজিব ফিদে রেটিং দাবায় জিয়া শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ মুজিব বর্ষ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অনত চৌধুরী সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও তিতাস ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে সপ্তম রাউন্ডের খেলায় জিয়া আন্তর্জাতিক মাস্টার শাকলিকে, অনত ফিদেমাস্টার সুব্রতকে, ফাহাদ ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ক্যান্ডিডেট মাস্টার নাইমকে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিনকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ সাজিদুল হককে, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেনকে, আন্তর্জাতি মাস্টার রানী হামিদ জাবেদ আল আজাদকে, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ফিদেমাস্টার নাজরানা খানকে, মাসুম হোসেন মোর্তুজা মাহাথির ইসলামকে, কাজী জারিন তাসনিম ফিদেমাস্টার সাইফ উদ্দীনকে, মোঃ আসাদুজ্জামান মারযুক চৌধুরীকে, ওয়াদিফা আহমেদ তাসনিয়া তারান্নুম অর্পাকে ও সাকলাইন মোস্তফা সাজিদ সৈয়দ রিদওয়ানকে হারান। ফিদেমাস্টার পরাগ ক্যান্ডিডেট মাস্টার স্মরণের সাথে, ফিদেমাস্টার নাসির ক্যান্ডিডেট মাস্টার সোহেলের সাথে, শরীয়ত অভিক সরকারের সাথে, স্বর্নাভো চৌধুরী ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সাথে ও নুশরাত জাহান আলো ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেনের সাথে ড্র করেন।
×