ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় প্রাইভেটকারের ভেতরে মাদকদ্রব্যসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১৯:৩৪, ১৪ জানুয়ারি ২০২১

আশুলিয়ায় প্রাইভেটকারের ভেতরে মাদকদ্রব্যসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আশুলিয়ায় প্রাইভেটকারের ভেতর থেকে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মোঃ লিটন হাওলাদার (৪০) নামে এক মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানান, গ্রেফতারকৃত লিটন রাজধানী শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র‌্যাব-১ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি প্রাইভেটকারযোগে রাজশাহী হতে বিপুল পরিমাণ হেরোইন ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল টু আব্দুল্লাহপুরগামী সড়ক হয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করছে। বুধবার গভীররাতে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি মাদক বিরোধী টিম ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ফকির পাড়া সাকিনস্থ প্যানপ্যাসিফিক ফিলিং পয়েন্ট এর সামনে বাইপাইল টু আব্দুল্লাহপুরগামী সড়কে একটি প্রাইভেটকার অভিযান চালায়। এ সময় প্রাইভেটকারের ভেতর শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন হাওলাদারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯০০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল ফোন ও ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লিটন জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, সে দীর্ঘদিন ধরে রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশের অভ্যন্তরে নিয়ে আসত। পরে হেরোইনের চালানটি রাজধানীর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে আসছিল। গ্রেফতারকৃত নিজেও একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধ আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে।
×