ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১০ হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার

প্রকাশিত: ১৮:২১, ১৪ জানুয়ারি ২০২১

১০ হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ার আন্ধারমানিক ও পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ বেড়, বেহুন্দী জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে পায়রা বন্দর কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদফতর। আজ বৃহস্পতিবার ভোর থেকে দুপুর একটা পর্যন্ত যৌথ অভিযানে জব্দকরা প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের জাল কোস্টগার্ড ক্যাম্প চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নির্দেশে কন্টিজেন্ট কমান্ডার মো. আযাদুর রহমানের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা মৎস্য অধিদফতরের ক্ষেত্র সহকারী মোঃ মহসীন রেজা উপস্থিত ছিলেন। তবে কোন জেলে, মাছ ধরা ট্রলার কিংবা নৌকা আটক করা যায়নি।
×