ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় সেলিম আল দীনের ১৩তম প্রয়াণ দিবস পালিত

প্রকাশিত: ১৪:৫৫, ১৪ জানুয়ারি ২০২১

গাইবান্ধায় সেলিম আল দীনের ১৩তম প্রয়াণ দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ আধুনিক বাংলা নাটকের অন্যতম পথিকৃৎ নাট্যাচার্য সেলিম আল দীনের ১৩তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘তুমি রবে শ্রদ্ধায় স্মরণে’ শীর্ষক এক অনুষ্ঠান গাইবান্ধা স্টেশন রোডস্থ সোহাগ বোর্ডিংয়ের ছাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। গাইবান্ধা থিয়েটার ও অন্তরঙ্গ থিয়েটার এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের সাহিত্য কর্ম নিয়ে বক্তব্য রাখেন সাহিত্যিক-সাংবাদিক গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ফারুক শিয়ার চিনু, মোহাম্মদ আমিন, আরিফুল ইসলাম বাবু, শাহনাজ আমিন মুন্নী, অন্তরঙ্গ থিয়েটারের সভাপতি সাজু সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ্ আলম বাবলু। অনুষ্ঠানে সেলিম আল দীন এর নাটকের সংলাপ উচ্চারণ করেন ফারুক শিয়ার চিনু, ‘সংবাদ কার্টুন’ নাটকের অংশ বিশেষ অভিনয় করে- সাজু সরকার ও সাগরিকা আক্তার মোনা। এছাড়া সেলিম আল দীন রচিত সংগীত ও সংগীতের উপর নৃত্য পরিবেশন করে দোলন, স্মৃতি সরকার, যারিন তাসনিম সুবা, কাজল, ইসরাফিল, মোনা, মুরাদ, সজিব, প্রাপ্তি, তৃষা, তানজিন।
×