ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনার মারা গেলেন সৈয়দপুরের মেয়র প্রার্থী আমজাদ হোসেন

প্রকাশিত: ১৪:৪১, ১৪ জানুয়ারি ২০২১

করোনার মারা গেলেন সৈয়দপুরের মেয়র প্রার্থী আমজাদ হোসেন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনায় নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ভজের (৬৩) মৃত্যু হয়েছে। তিনি আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনের মেয়র প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল পোনে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, আমেরিকা প্রবাসী একমাত্র ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য সৈয়দপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। তার মৃত্যুর কারণে সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। খুব শিগগির নতুন করে পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলে জানান সহকারী রিটার্নিং ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম। পারিবারিক সূত্রে জানা যায়, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ১৫ দিন আগে তিনি রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তৃতীয় দফায় তার করোনা পজিটিভ আসে। সুত্র মতে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা সৈয়দপুর পাটোয়ারীপাড়া স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
×