ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় নিহত ১, মৃতদেহ উদ্ধার ১

প্রকাশিত: ১৪:০৮, ১৪ জানুয়ারি ২০২১

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় নিহত ১, মৃতদেহ উদ্ধার ১

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় লিয়াকত হোসেন বল্টু (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। অপরদিকে কুমার নদ থেকে কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে ৮নং কবিরপুর ওয়ার্ডের আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লিয়াকত হোসেন বল্টু শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী এবং ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই। সংঘর্ষের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, আগামী ১৬ জানুয়ারি শৈলকুপা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক কাউন্সিলর প্রার্থী রয়েছে। বুধবার রাতে ৮ নং কবিরপুর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও ও আলমগীর খান বাবু সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনর পক্ষের লিয়াকত হোসেন বল্টু নিহত হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাপ্পি নামে একজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। অপরদিকে সংঘর্ষের পর মধ্যরাতে দেবতলা গ্রামের কুমার নদ থেকে ৮ নং ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসির খবরের ভিত্তিতে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্য হয়েছে ময়না তদন্ত শেষে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। নিহত আলমগীর খান বাবুর স্ত্রী ইতি খাতুন জানান, বুধবার রাত ১০টার দিকে তার স্বামীর সাথে মোবাইল ফোনে শেষ কথা হয়। সেসময় আলমগীর খান বাবু কুমার নদের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসব ঘটনার পর শৈলকুপায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষের আশঙ্কা করেছেন অনেকে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×