ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শতবর্ষী নাজিরহাট পুরাতন হালদা সেতু এখন মরণ ফাঁদ

প্রকাশিত: ১৩:৩৯, ১৪ জানুয়ারি ২০২১

শতবর্ষী নাজিরহাট পুরাতন হালদা সেতু এখন মরণ ফাঁদ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ উত্তর চট্টগ্রামের হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী নাজিরহাট পৌরসভাস্থ শতবর্ষী পুরাতন হালদা সেতুটি মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। ১৯১৯ সালে ব্রিটিশ শাসনামলে এ সেতুটি নির্মাণ করা হয়। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে পাক হানাদার বাহিনী এ সেতুটি বোমা বিস্ফোরনে উড়িয়ে দেয়। এখানে নতুন একটি সেতু নির্মাণে গেল দু'দশক ধরে অনেক চেষ্ঠা তদবির করা হলেও পরিদর্শন ও মাটি পরীক্ষায় কাজ শেষ! সড়ক ও জনপদ বিভাগ প্রায় দু’যুগ আগে সেতুটি চলাচলে অযোগ্য হিসেবে পরিত্যাক্ত ঘোষণা করলেও এখানে বিকল্প সেতু না থাকায় দু’উপজেলার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাছাড়া, নদীর পানির প্রবল তোড়ে সেতুটির মাঝখানে দেবে যায় দু'বছর আগে। এর পরেও অতি ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। এদিকে, স্থানীয় নেতৃবৃন্দরা উক্ত সেতুর পাশে আরো একটি নতুন সেতু নির্মাণের আবেদন জানিয়ে আসছিল। এছাড়া, এখানে নতুন সেতু নির্মাণের জন্য সরকারী উধর্তন মহলে ইতিমধ্যে অবগত করানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। পরিদর্শন ও মাটি পরীক্ষায় সব কাজ শেষ! ফলে, যেকোন সময় এ সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, উক্ত সেতুর স্থানে সুপরিসর একটি নতুন সেতু নির্মানে গেল ৩ বছর ধরে সরকারী বিভিন্ন বিভাগের লোকজন পরিদর্শন, পরিমাপ ও মাটি পরীক্ষা করা হলেও এখনো কোন আশার আলো দেখা যাচ্ছেনা।
×