ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেনোয়াকে হারিয়ে শেষ আটে জুভেন্টাস

প্রকাশিত: ১৩:০৩, ১৪ জানুয়ারি ২০২১

জেনোয়াকে হারিয়ে শেষ আটে জুভেন্টাস

অনলাইন ডেস্ক ॥ দুর্দান্ত শুরুর পর পথ হারাতে বসেছিল জুভেন্টাস। দুই গোলের ব্যবধান ঘুচিয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছিল জেনোয়া। কিন্তু অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি দলটি। রোমাঞ্চকর লড়াইয়ে তাদের হারিয়ে ইতালিয়ান কাপে এগিয়ে গেছে আন্দ্রেয়া পিরলোর দল। শেষ ষোলোর লড়াইয়ে বুধবার রাতে ৩-২ গোলে জিতেছে জুভেন্টাস। জুভেন্টাসের শুরুটা ছিল দারুণ। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। জর্জো কিয়েল্লিনির ডিফেন্স চেরা পাস ধরে লেগে থাকা দুই ডিফেন্ডারকে এড়িয়ে জাল খুঁজে নেন দেয়ান কুলুসেভস্কি। ২৩তম মিনিটে সুইডিশ মিডফিল্ডারের পাস পেয়ে কিছুটা এগিয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান মোরাতা। ২৮তম মিনিটে সাইবোরার গোলে ব্যবধান কমায় জেনোয়া। ৭৪তম মিনিটে দূর পাল্লার শটে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন মেলেগোনি। দুই গোলের মাঝে জেনোয়ার একটি শট ব্যর্থ হয় ক্রসবারে লেগে। ৮৮তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে নামান জুভেন্টাস কোচ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একের পর এক আক্রমণ করা জুভেন্টাস ১০৫তম মিনিটে এগিয়ে যায়। মোরাতার কাছ থেকে বল পেয়ে প্রথম চেষ্টায় শট নিতে পারেননি রাফিয়া। জেনোয়ার কেউও পারেন বিপদমুক্ত করতে। দ্বিতীয় চেষ্টায় বুলেট গতির শটে জাল খুজে নেন তিউনিসিয়ার মিডফিল্ডার রাফিয়া। ১১০তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল জেনোয়া। গোললাইন থেকে বল ফিরিয়ে দলকে বাঁচান আর্থার। শেষ দিকে জুভেন্টাসকে চেপে ধরলেও হার এড়াতে পারেনি জেনোয়া।
×