ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেতুতে ফাটল ॥ ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

প্রকাশিত: ০১:১৩, ১৪ জানুয়ারি ২০২১

সেতুতে ফাটল ॥ ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জানুয়ারি ॥ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকার সালেহপুর সেতুর একটি অংশে ফাটল দেখা দিয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনা রোধে সেতুটির ঝুঁকিপূর্ণ লেনটি বন্ধ রেখে অপর লেনটি চালু রেখেছেন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ হাসান। জানা গেছে, এদিন দুপুর একটার দিকে ওই এলাকায় ঢাকাগামী লেনের সালেহপুর সেতুর গার্ডারে বেশ কিছু ফাটল দেখা দেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রকৌশলী ও পরামর্শকগণ দুর্ঘটনা রোধে সেতুটির ঝুঁকিপূর্ণ লেনটি বন্ধ রেখে অপর লেনটি চালু রেখেছে। সর্বশেষ বুধবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত সেতুটির একটি লেন বন্ধ থাকায় মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া থেকে রাজধানীর শ্যামলী পর্যন্ত প্রায় আঠারো কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ হাসান জানিয়েছেন, ’৭০-এর দশকে নির্মিত সেতুটি ধারণা করা হচ্ছে সংস্কারের মাধ্যমে পুনরায় সচল করা সম্ভব হবে। তবে আজ বৃহস্পতিবার আরও বিশদভাবে ফাটলগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
×