ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়াসার এমডির পদক্ষেপ নিয়ে উষ্মা প্রকাশ হাইকোর্টের

প্রকাশিত: ০১:০৮, ১৪ জানুয়ারি ২০২১

ওয়াসার এমডির পদক্ষেপ নিয়ে উষ্মা প্রকাশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ বুড়িগঙ্গার দূষণ রোধে আদালতের রায় ও আদেশ বাস্তবায়ন না করায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের পদক্ষেপ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে আদালতের রায় ও আদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ-পরিকল্পনা প্রণয়ন করে আগামী ২১ জানুয়ারির মধ্যে তাকে হলফনামা দাখিল করতে বলা হয়েছে। এক রিটের প্রেক্ষিতে বুড়িগঙ্গার পানি দূষণ রোধে হাইকোর্টের দেয়া নির্দেশনা বাস্তবায়নের সংক্রান্ত চলমান (কন্টিনিউয়াস মেন্ডামাস) একটি মামলায় রায় বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক শুনানি শেষে বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওয়াসার এমডির পক্ষে ছিলেন এ্যাডভোকেট উম্মে সালমা। আদালত বলেছেন, ‘রায় বাস্তবায়নে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদক্ষেপ খুবই ধীর গতিসম্পন্ন। এভাবে চলতে থাকলে বুড়িগঙ্গার দূষণ কোনদিন বন্ধ হবে না। বরং রায় অকার্যকর হয়ে যাবে।’
×