ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাস্ক ব্যবহার

প্রকাশিত: ২৩:২৩, ১৪ জানুয়ারি ২০২১

মাস্ক ব্যবহার

* মুখে মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরী * মাস্ক ব্যবহার অত্যাবশ্যকীয় করা উচিত। * মাস্ক ব্যবহারে জীবাণু মানুষের শরীরে প্রবেশে বাধাগ্রস্ত হয়। * করোনা প্রতিরোধ করে। * যে অল্প সংখ্যক ঢোকে তা ভাইরাসের ইনফেকশন ডোজ সম্পন্ন করতে ব্যর্থ হয়। * ফলে উপসর্গবিহীন রোগ হয় অথবা এন্টিবডি তৈরি হয়। * মেমোরি ‘টি সেল’ তৈরি হয় এবং হার্ড ইমিউনিটি তৈরি ত্বরান্বিত হয়। * শুধু হাত ধোয়া এবং মুখে মাস্ক ব্যবহার করেই আমরা আপাতত ভাল থাকতে পারি। * উৎকৃষ্ট উদাহরণ সিঙ্গাপুর ও জাপান। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×