ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই বাংলার শিক্ষার্থীদের নিয়ে আইসিবিএমের সঙ্গীত প্রতিযোগিতা

প্রকাশিত: ২৩:২০, ১৪ জানুয়ারি ২০২১

দুই বাংলার শিক্ষার্থীদের নিয়ে আইসিবিএমের সঙ্গীত প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই প্রথমবারের মতো শুরু হচ্ছে অনলাইন সঙ্গীত প্রতিযোগিতা। বাংলাদেশের সঙ্গীত গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাংলা সঙ্গীত কেন্দ্র (আইসিবিএম) আয়োজিত এ প্রতিযোগিতার বিষয় হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্র, নজরুল ও লোকসঙ্গীত এবং কাওয়ালী। জানা গেছে, আইসিবিএমের হোয়াটসএ্যাপ ০১৮১৪৬৯৭৯৭৯ নম্বরে এসব বিষয়ের গানের ভিডিও পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। জানা যায়, এ প্রতিযোগিতায় সঙ্গীত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করতে পারবেন (ফল সম্পন্ন হওয়া শিক্ষাবর্ষ থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত)। গান পাঠানোর সময়সীমা ৪ মিনিট। তবে উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে ৮ মিনিট। একজন প্রতিযোগী সর্বোচ্চ ২টি বিষয়ে অংশ গ্রহণ করতে পারবেন। গান পাঠিয়ে অংশগ্রহণের শেষ সময় ১৫ জানুয়ারি। এ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে আইসিবিএমের ওয়েবসাইট িি.িরপনসনফ.পড়স ও ফেসবুক পেজে ক্লিক করতে হবে। প্রতিযোগিতা প্রসঙ্গে আইসিবিএমের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল সঙ্গীত শিল্পী ড. লীনা তাপসী খান বলেন, বৈশ্বিক মহামারী করোনার সময়ে প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের সঙ্গীত সাধনায় অনুপ্রেরণা জোগাবে। তারা এতে উচ্ছ্বসিতও হবেন। তিনি বলেন, শিক্ষা ও সঙ্গীত সমতালে চললে তারা অন্ধত্বের বেড়াজালে পড়বেন না বলে আমার বিশ্বাস। জানা যায়, প্রতিযোগিতার গ্রান্ড ফিনাল হবে এ মাসের ২৯ ও ৩০ তারিখ। এতে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নজরুল বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সঙ্গীতশিল্পী খুরশীদ আলম, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর প্রমুখ।
×