ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিচ্ছন্নতা কর্মসূচী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ২৩:১৩, ১৪ জানুয়ারি ২০২১

পরিচ্ছন্নতা কর্মসূচী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ ‘স্মৃতির মিনার মোর পবিত্র ভাষার মান সমুন্নত’ প্রতিপাদ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচীর আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস্ থিয়েটার এ্যাসোসিয়েশন। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বুধবার বিকেলে। এ সময়ে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব নওসাদ হোসেন, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, চিত্রশিল্পী বীরেন সোম, জামাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে লিয়াকত আলী লাকী বলেন, আমরা বাঙালী, বাংলা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা যা আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে অর্জন করেছি। এ ভাষার মান সমুন্নত রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই আমি আহ্বান জানাই শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতি কর্মীদের আপনারা সকল ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে দেশের সকল শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।
×