ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমার খালি শোনে, জবাব দেয় না ॥ মোমেন

প্রকাশিত: ২৩:০৮, ১৪ জানুয়ারি ২০২১

মিয়ানমার খালি শোনে, জবাব দেয় না ॥ মোমেন

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ‘মিয়ানমার খালি শোনে, জবাব দেয় না’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমরা মিয়ানমারকে সাড়ে আট লাখ রোহিঙ্গার তালিকা পাঠিয়েছি, যাদের সবার বায়োমেট্রিক নিবন্ধন করা রয়েছে। খবর বাংলানিউজের। মিয়ানমার এদের মধ্যে ৪২ হাজারকে ভেরিফাই করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার বিকেল পৌনে চারটায় লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে সঙ্গীত শিক্ষণ প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজিত পৌষ উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ড. মোমেন বলেন, আগামী ১৯ জানুয়ারি ঢাকাতে বাংলাদেশ মিয়ানমার ও চীনের সচিব পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হবে। আমরা আশাবাদী, বৈঠকে সফল হব।
×