ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরাজিত দল কারচুপির অভিযোগ আনে ॥ সিইসি

প্রকাশিত: ২২:০৩, ১৪ জানুয়ারি ২০২১

পরাজিত দল কারচুপির অভিযোগ আনে ॥ সিইসি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জানুয়ারি ॥ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার প্রমাণ রেখে চলেছে। সাধারণত নির্বাচনে পরাজিত দল কারচুপির অভিযোগ তোলেন। এ ধরনের প্রবণতা শুধু বাংলাদেশই নয়, বিশ্বের সব দেশেই এমন অভিযোগ লক্ষ করা যায়। বুধবার দুপুরে সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিশ্বব্যাপী নির্বাচন পরিচালনার ব্যাপারে কারচুপির অভিযোগ থাকেই। নির্বাচনে হেরে গিয়ে আমেরিকাতেও কারচুপির অভিযোগ তোলা হয়েছে। নির্বাচনে হেরে গেলে বলা হয়, কারচুপি হয়েছে। এটা এদেশের কালচার। আওয়ামী লীগ হেরে গেলেও তারা কারচুপির অভিযোগ তুলতেন। এ সময় নির্বাচন কমিশনের ওপর বিরোধীদলের আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে সবসময় যে কোন নির্বাচনে আস্থা আনার চেষ্টা করা হয়। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। বর্তমানে বাংলাদেশে কোন নির্বাচনে অনিয়ম হচ্ছে না। বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, নির্বাচনের আগে সাভারে কোন বহিরাগত মানুষ থাকতে পারবে না। কোন ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও অবস্থান করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×