ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জ্ঞান-বিজ্ঞান ও রাজনীতিতে জাবির অর্জন মাইলফলক ॥ দীপু মনি

প্রকাশিত: ২২:০২, ১৪ জানুয়ারি ২০২১

জ্ঞান-বিজ্ঞান ও রাজনীতিতে জাবির অর্জন মাইলফলক ॥ দীপু মনি

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল অনুষ্ঠানে বুধবার সকাল সাড়ে দশটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি। শুভেচ্ছা বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বিগত ৫০ বছরে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথিতযশা বিজ্ঞানী, সাহিত্যিক ও গবেষকগণ। এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও গবেষক জ্ঞানে-বিজ্ঞানে, শিল্প-সাহিত্যে আমাদের নমস্য ব্যক্তিত্ব। দেশের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ঐতিহ্য রয়েছে। দেশ গঠনে এবং রাষ্ট্র পরিচালনায় এ বিশ^বিদ্যালয়ের অনেক শিক্ষক বিশেষ ভূমিকা রেখেছেন। শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, প্রত্নতত্ত্ব, নাট্যতত্ত্ব ও নৃবিজ্ঞানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। জ্ঞান-বিজ্ঞানে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিসহ নানা ক্ষেত্রে এ বিশ^বিদ্যালয়ের অর্জন মাইলফলক হয়ে আছে। দেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য নিযুক্তির মধ্যদিয়ে অনন্য নজির স্থাপিত হয়েছে। মুজিব শতবর্ষে শিক্ষামন্ত্রী এ বিশ^বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে উচ্চশিক্ষা ও গবেষণা এবং নতুন জ্ঞান সৃষ্টিতে এ বিশ্ববিদ্যালয় আরও অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, মহামারী করোনাকালে অনলাইনে অনুষ্ঠান হচ্ছে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠান করা সম্ভব হলে ভাল লাগত। উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকগণের পরামর্শ এবং অভিমত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশেষ অবদান রাখবে।
×