ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জের ঘটনা বিচ্ছিন্ন, পুরো পুলিশকে জড়ানো যায় না

প্রকাশিত: ২১:৫৫, ১৪ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের ঘটনা বিচ্ছিন্ন, পুরো পুলিশকে জড়ানো যায় না

স্টাফ রিপোর্টার ॥ জীবিত থাকার পরও নারায়ণগঞ্জের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার শুনানির এক পর্যায়ে হাইকোর্ট বলেছে, নারায়ণগঞ্জের বিচ্ছিন্ন ঘটনা পুরো পুলিশ বাহিনীকে জড়ানোর দরকার নেই। বিচ্ছিন্ন ঘটনাকে বিচ্ছিন্নভাবেই তাদের দেখা উচিত। যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে তা থেকে কিভাবে উত্তরণ করা যায়, সেটা পুলিশ বাহিনীকে ভেবে দেখা উচিত। তদন্ত কর্মকর্তার পক্ষের আইনজীবী ও এ্যাটর্নি জেনারেলের শুনানির সময় হাইকোর্ট এমন মন্তব্য করেছে। শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২০ জানুয়ারি বুধবার। ঐ দিন পুনরায় এ্যাটর্নি জেনারেল ও রিটকারী আইনজীবী বক্তব্য রাখবেন। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ প্রদান করে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল মোঃ সারোয়ার হোসেন। অন্যদিকে, আবেদনকারী পাঁচ আইনজীবীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সাবেক তদন্ত কর্মকর্তার পক্ষে ছিলেন এ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। শুনানিতে সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী বলেন, ‘বিচারিক তদন্ত কমিটির রিপোর্টে পুলিশ বাহিনীর ওপর একটা দোষ দেয়া হয়েছে। কিন্তু আমি মনে করি মামলার তদন্ত কর্মকর্তা অতিরঞ্জিত কিছু করেননি। তিনি তার আওতার মধ্যে থেকেই আসামি গ্রেফতার ও রিমান্ডে নিয়েছেন। আসামিদের কোন নির্যাতন করা হয়নি। কারণ আসামিরা জুডিশিয়াল কমিটির বাইরে আর কারও কাছে নির্যাতনের কথা তুলে ধরেননি। তখন আদালত বলে, ‘জবানবন্দীতে আসামিরা যে বক্তব্য দিয়েছেন সেটা সত্য নয়। ভিকটিমকে মেরে নদীতে ফেলার যে জবানবন্দী তাতে আসামিদের স্বার্থ কী? এদেশের মানুষ ক্ষুদিরামের ফাঁসি দেখতে চেয়েছিল। এজন্য কি সকলেই ফাঁসিতে যেতে চায়? এ বিষয়ে আমাদের একটি সিদ্ধান্তে আসতে হবে।’
×