ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মহাশূন্যে ‘সমুচা’, অতঃপর

প্রকাশিত: ২১:৪১, ১৪ জানুয়ারি ২০২১

মহাশূন্যে ‘সমুচা’, অতঃপর

ব্রিটেনের একটি রেস্তরাঁ বেলুনের সাহায্যে মহাশূন্যে সমুচা প্রেরণ করে। ইংল্যান্ডের বাথের ‘চই ওয়ালা ইটারি’র মালিক নিরাজ গধর বলেন, দুঃখের মুহূর্তে একটু হলেও আনন্দের খবর সমুচা মহাশূন্যে পাঠানো। সমুচাটিকে অনুসরণ করতে বেলুনটির সঙ্গে একটি গো প্রো ক্যামেরা এবং একটি জিপিএস ট্র্যাকার সংযুক্ত করা হয়। তবে জিপিএসটি ত্রুটিযুক্ত থাকায় বেলুনটি ফ্রান্সের পিকাডিতে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের স্থান নির্ধারণ করা না গেলেও ধারণা করা হচ্ছে সমুচাগুলো বন্যপ্রাণীরা খেয়ে ফেলেছে। -ইউপিআই
×