ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের ইউটিউব চ্যানেল বন্ধ

প্রকাশিত: ২১:৪০, ১৪ জানুয়ারি ২০২১

ট্রাম্পের ইউটিউব চ্যানেল বন্ধ

ক্যাপিটল ভবনে প্রাণঘাতী দাঙ্গার পর ট্রাম্পের টুইটার এ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় এবার গুগল মালিকানাধীন ইউটিউব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চ্যানেল সাময়িক বন্ধ করে দিয়েছে। সহিংসতার উস্কানির দায়ে ইউটিউবের নীতির বিরুদ্ধে যাওয়ায় একটি ভিডিও অপসারণ করা হয়েছে। অপারেটররা বলছেন, এই ক্ষুব্ধ নেতার এ্যাকাউন্ট ব্যবহার করে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের আগে অস্থিতিশীলতা উস্কে দিতে পারেন। এক বিবৃতিতে ইউটিউব জানায়, সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগের কথা বিবেচনা করে আমাদের নীতির লঙ্ঘনের দায়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিডিও সরিয়ে নেয়া হয়েছে। সর্বনিম্ন্ন সাতদিন পর্যন্ত নতুন ভিডিও আপলোড করা থেকে এই চ্যানেলকে বিরত রাখা হবে। -ওয়েবসাইট
×