ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চৌগাছায় কৃষি জমি থেকে মাটি কাটায় জরিমানা

প্রকাশিত: ২১:২৬, ১৪ জানুয়ারি ২০২১

চৌগাছায় কৃষি জমি থেকে মাটি কাটায় জরিমানা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কৃষিজমি থেকে মাটি কেটে ইট ভাঁটিতে নেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ ড্রাম-টাক চালক-মালিকের কাছ থেকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে চৌগাছার ইছাপুর বটতলাসহ বিভিন্ন সড়কে ইউএনওর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ট্রাক আটক করে চৌগাছা থানায় নেয়া হয়। বুধবার বেলা ১১টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে চৌগাছা থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করে চালক-মালিকদের সতর্ক করে দেয়া হয়। জানা যায়, প্রতিনিয়ত দিন ও গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষিজমি থেকে মাটি কেটে এসব ড্রাম ট্রাকে করে ইটভঁািটতে নেয়া হয়। এতে করে সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। উখিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত এক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাবার পথে উখিয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। জানা যায়, জালিয়াপালং নুরার ডেইল ঘোনারমোড় এলাকার মৃত ফজল করিমের পুত্র ইসহাক আহম্মদ (৮০) প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায় করতে মসজিদে রওনা দেন। পথিমধ্যে বন্যহাতির আক্রমণের শিকার হয়ে তিনি ঘটনাস্থলে নিহত হন। সচেতন মহল জানান, যেখানে বন্যপ্রাণীর আবাসস্থল ছিল সেখানে রোহিঙ্গা ও স্থানীয় ভূমিদস্যুদের আবাসস্থল পরিণত হয়েছে। এ কারণে বন্যপ্রাণী লোকালয়ে বিচরণ ও তাণ্ডব চালিয়ে মানুষের জানমালের ক্ষতি সাধন করছে।
×