ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে সুপারি বাগানে শিক্ষকের লাশ

প্রকাশিত: ২১:২৬, ১৪ জানুয়ারি ২০২১

বাগেরহাটে সুপারি বাগানে শিক্ষকের লাশ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ পুলিশ উদ্ধার করেছে। বুধবার সকালে উপজেলার দাসখালী গ্রামের আলমগীর শেখের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুই সন্তানের জনক শহিদুল ইসলাম হাওলাদার উপজেলার হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। স্থানীয় ইউপি সদস্য পারভেজ হালদার বলেন, স্থানীয় বাসিন্দা সুধারানী মজুমদার বাগানের মধ্যে রাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা পুলিশ বিষয়টি অবহিত করি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বাগানের ভেতরে উইপোকার মাটির ওপর শিক্ষক শহিদুল হাওলাদারের নিথর দেহ পড়েছিল। তার গলা ও বুকের ওপর ভাঙ্গা সুপারি গাছ ছিল। তার পাশেই সুপারি গাছে ওঠার জন্য শর্তা বা বেড়ি (এক ধরনের রশি-যা গাছে ওঠার জন্য ব্যবহৃত হয়) ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় তিনি সুপারি পাড়তে উঠেছিলেন। সেখান থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।
×