ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদ্বোধনের পরই বিআরটিসির ১০ বাস উধাও

প্রকাশিত: ২১:১৬, ১৪ জানুয়ারি ২০২১

উদ্বোধনের পরই বিআরটিসির ১০ বাস উধাও

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৩ জানুয়ারি ॥ হাটহাজারীতে উদ্বোধনের ২৪ দিন পরেও বিআরটিসি বাসের কোন হদিস নেই। গেল ১৯ ডিসেম্বর হাটহাজারী থেকে নিউমার্কেট রোডে দশটি বিআরটিসি বাস বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের ব্যবস্থাপনায় স্থানীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পরদিন থেকে দীর্ঘ ২৪ দিন পার হলেও হাটহাজারীতে রাস্তায় দেখা মিলছে না বিআরটিসি’র ওই বাসগুলো। উদ্বোধনের সময় জানানো হয়, প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই বাসগুলো হাটহাজারী থেকে মহানগরীর নিউমার্কেট হয়ে পুনরায় হাটহাজারীতে চলাচল করবে। যে কোন সাধারণ মানুষ টিকেট করে এই গাড়িগুলোতে চলাচল করতে পারবে। তবে সাধারণ মানুষকে দেয়া সরকারী এই বাসগুলো কার বা কাদের অদৃশ্য ক্ষমতা বলে হাটহাজারী থেকে এসব বাস উধাও হয়ে পড়ে। হাটহাজারীর একাধিক বাস শ্রমিক জানান, উদ্বোধনের সময় কয়েকশ বাস শ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্থানীয় এমপি’র উপস্থিতিতে। তারা দাবি করেন, বাসস্টেশন থেকে বিআরটিএ বাসগুলো কোন যাত্রী নিতে পারবে না। শ্রমিকদের দাবি বিআরটিসি’র বাসগুলো চলাচল করলে কলেজ গেট থেকে যাত্রী নিতে হবে। অন্যথায়, সড়ক অবরোধ করে পুরো হাটহাজারী অচল করে দেয়া হবে বলেও শ্রমিকরা হুঁশিয়ারি দেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চট্টগ্রামের ডিপু ম্যানেজার মাসুদ তালুকদার বলেন, বাস উদ্বোধনের সময় শ্রমিকদের বাধার মুখে পড়ে বাসগুলো ফিরিয়ে এনেছি। উদ্বোধনের পূর্ব মুহূর্তে বিআরটিসি’র বাস চালকদেরও মারধর করে উত্তেজিত শ্রমিকরা। এখানে সংশ্লিষ্ট থানা পুলিশের কোন সহযোগিতা পাওয়া যায়নি। মূলত হাটহাজারী বাস স্টেশন, বাস শ্রমিক, মালিক গ্রুপের বাধার মুখে পড়ে বাসগুলো চলাচল করাতে ব্যর্থ হয়েছি। সকলের সহযোগিতা পেলে আশা করি পুনরায় বাসগুলো হাটাজারীতে চলতে দেয়া হবে।
×