ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোবায়ের রাজু

বিনোদনের ভালমন্দ

প্রকাশিত: ২০:৫২, ১৪ জানুয়ারি ২০২১

বিনোদনের ভালমন্দ

গ্রাম্য খেলাধুলাগুলোর কথা আজকের অনেক প্রজন্ম হয়ত জানেও না। মাঠে-ঘাটে ফুটবল না নিয়ে তারা এখন ঘরের চারদেয়ালের আবদ্ধ জীবনে ফেসবুকে খুঁজে নিয়েছে বিনোদনের উন্মুক্ত আকাশ। পরিবর্তনশীল সমাজের গতিপথে এসব বিনোদনের নেতিবাচকতার পাশাপাশি ইতিবাচকতাটাও অনেকখানি সুপ্রসন্ন। আসলে ভাল খারাপ নির্ধারণ করে ব্যক্তি বিশেষের ওপর। প্রাণহীন জড়পদার্থ ইন্টারনেট সংযুক্ত মোবাইলটা কে কোনভাবে গ্রহণ করবে, সেটার স্বাধীনতা কেবল ব্যবহারকারীর ইচ্ছেশক্তির কাছে। আধুনিকায়নের এই সমাজে বিনোদনের ধারা পাল্টেছে। আমার কথাই ধরি। ফেসবুক আমার সব থেকে আস্থার জায়গা। ছবি তুলে, গান গেয়ে, আবৃত্তি করে যদি সেটার ভিডিও আপলোড করি, সঙ্গে সঙ্গে আমার অনুরাগী অনুসারীদের যে নিঃশর্ত সাপোর্ট আসে কমেন্টবক্সে, সেসব মনকে ভাল রাখে। বন্ধুরা যদি দর্শনীয় স্থানে গিয়ে ছবি ছাড়ে, সেসব ছবি দেখে আমারও ইচ্ছে করে পাহাড়ের চূড়ায়, সমুদ্রের তীরে চলে যাই। রক্তদান কর্মসূচী গ্রুপে যারা অন্যকে রক্ত দিয়ে ছবি পোস্ট করে ফেসবুকে, আমারও তখন সাধ জাগে অন্যকে রক্তদান করে মহত্ব দেখাই। ফেসবুকে আমি কয়েকটি গ্রুপের সঙ্গে যুক্ত, যাদের কাজ হল দুস্থদের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ছাত্রের পড়ার খরচ চালানো, চিকিৎসার সাহায্য- এই ধরনের অনেকগুলো সহায়তামূলক কর্মকাণ্ডের সঙ্গে আমার মতো অনেকেই জড়িত হয়ে মানবিকতার হাত বাড়িয়েছেন। এই সিস্টেমগুলো আগে ছিল না। ফেসবুক জগত আমাদের এভাবে মানবিক করেছে। পৃথিবীর কোন প্রান্তে কোন প্রিয়জন কী খাচ্ছে, কোন নন্দিত স্থানে অবকাশযাপন করছে, হৃদয়ের কোন ব্যাকুলতার কথা স্ট্যাটাসে লিখে সবার সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করছে, কে কিভাবে মারা গেল- সেইসব স্থিরচিত্র দেখে আমরা জীবনকে এত সরলরেখায় পার করছি। গত কয়েক বছর আগে ফেসবুকের মাধ্যমে ভিন দেশীদের সঙ্গে হৃদয়ঘটিত সম্পর্ক পেতে তাদের এই দেশে নিয়ে আসার ইতিহাসের মধ্যে দিয়ে আমরা আবারও জানতে পেরেছি মানুষের প্রতি মানুষের ভালবাসা এখনও মরে যায়নি। সবকিছুর উপরে ভালবাসা। ইন্টারনেট ভার্চুয়াল জগত হলেও এখানে প্রতারিত সম্পর্কের পাশাপাশি অনেকগুলো সম্পর্ক খুব মসৃণ হয়। এমন অনেক মানুষ আছে আমার, যারা সাক্ষাত পর্বের সূচনা করতেও কয়েকবার স্বশরীরে আমার কাছে এসেছেন। তাদের সঙ্গে চা চানাচুরের রসিক আড্ডার মধ্যমনি হতে হতে ভাবি বদলে যাওয়া জীবনের এসব বিনোদন বিজ্ঞানের অনবদ্য আবিষ্কার। এখান থেকে ভাল মন্দ বিবেচনা করে মধু আর বিষ নেয়াটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে। নোয়াখালী থেকে
×