ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুস্থতার অঙ্গীকার

প্রকাশিত: ২০:৫১, ১৪ জানুয়ারি ২০২১

সুস্থতার অঙ্গীকার

সংস্কৃতি একটি দেশের জাতীয় পরিচয় বহন করে। যা একটি দেশকে আলাদাভাবে চিনতে সহায়তা করে। আধুনিক মানুষের জীবনযাত্রা সমৃদ্ধ হওয়ার পেছনে যেমন বিজ্ঞানের অবদান রয়েছে তেমনি মানুষের চিত্তবিনোদনের জন্যও বেড়েছে নানা রকম উপকরণ। এক সময় মানুষ রেডিওর মাধ্যমে খবর গান নাটক শুনত। কিন্তু টেলিভিশন এসে রেডিওর জায়গা দখল করে নেয়। মানুষের ঝোঁক তাই টেলিভিশনের দিকে বেড়ে যায়। যেহেতু, টেলিভিশনের মাধ্যমে একই সঙ্গে দেখা এবং শোনার ব্যাপারটি আছে তাই স্বাভাবিক কারণেই রেডিওর গুরুত্ব হ্রাস পেয়ে যায়। ধীরে ধীরে আকাশ সংস্কৃতির বিস্তারের কারণে স্মার্টফোনের কল্যাণে বিনোদনের বিভিন্ন মাধ্যম বেড়ে গিয়েছে। মানুষ ইউটিউব ব্যবহারের মাধ্যমে দেশী-বিদেশী নানা রকম অনুষ্ঠান দেখে অভ্যস্থ হয়ে উঠেছে। যার কারণে প্রযোজক পরিচালকও ইউটিউবকেন্দ্রিক বিভিন্ন ওয়েব সিরিজ কিংবা নাটক তৈরি করছেন। যা দর্শক মহল সাদরে বরণও করে নিচ্ছে। আবার অন্যদিকে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃহৎ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। মানুষ একে অন্যের সঙ্গে যেমন খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারছে তেমনি অনেক বিষয় সম্পর্কে জানতেও পারছে। মানুষের সময় কাটানোর জন্য বিনোদনের বিস্তর মাধ্যম তৈরি হচ্ছে প্রতিদিন। কিন্তু এই যে বিনোদনের এত এত মাধ্যম তা কতটুকু দেশজ উপায়ে হচ্ছে তা চিন্তা করার উপযুক্ত সময় এখনই। কতটুকু রুচিশীল কতটুকু আমাদের ঐতিহ্যকে ধারণ করছে তা বিবেচনা করবার সময় এসে গেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিনোদনের মাধ্যম পরিবর্তিত হবে কিন্তু মাধ্যম পরিবর্তন হলেও যেনো আমাদের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রেখে নিজেদের রুচিশীল করে তুলতে পারা যায় সে বিষয়টি মনে রাখা প্রয়োজন। কারণ একটি দেশের ভিত্তিভূমি রচিত হয় মূলত তার ইতিহাস আর সাংস্কৃতিক পরিমণ্ডলকে ঘিরেই। সেখানে যদি আমাদের দেশজ এসব বিষয় আসয় ভুলে যাই তা হলে নিজেদের সাংস্কৃতিক পরিবেশ হুমকির সম্মুখীন হবে। আমাদের জাতীয় পরিচয়ও বিলুপ্তির পথে অগ্রসর হবে। যার কারণে আমাদের বিনোদনের মাধ্যম যতই বর্ধিত হোক আমরা যেন নিজেদের দেশীয় সাংস্কৃতিক অবস্থাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি, সে প্রতিজ্ঞা সবার থাকা উচিত। তবেই একটি দেশ আপন ইতিহাস ও গৌরবকে আগামী প্রজন্মের জন্য আদর্শ হিসেবে তুলে ধরতে পারবে। আমাদের সাংস্কৃতিক উৎকর্ষ বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। রাজশাহী থেকে
×