ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত: ১৫:৪১, ১৩ জানুয়ারি ২০২১

নীলফামারীতে ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিনশত ৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নীলফামারী ব্যাটিলিয়ন ৫৬ বিজিবির সদস্যরা । আজ বুধবার ভোরে ব্যাটিলিয়নের এলাকাধীন ঘাগড়া বর্ম্মতল পাড়া সীমান্ত এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করে। ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আবদুল্লাহ আল মামুন আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৬ বিজিবি নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭ দশমিক ৯১৮ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অবৈধ মাদকসহ চোরাচালান প্রতিরোধে কাজ করছে। সীমান্তের অধিকতর স্পর্শকাতর স্থান সমূহ চিহ্নিত করে সিভিল সোর্স, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এমন তৎপরতায় আজ বুধবার ভোরে ঘাগড়া বিওপির টহল দল ৭৫৪/২-এস সীমান্ত পিলারের আনুমানিক ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বর্ম্মতলপাড়া স্থান থেকে ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।উদ্ধার হওয়া ফেন্সিডিলের আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার ২০০ টাকা।
×