ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওগাঁয় মাদকসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১৫:২১, ১৩ জানুয়ারি ২০২১

নওগাঁয় মাদকসহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএমের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে নওগাঁ জেলা সদরের শিবপুর বাইপাস ব্রীজের মোড় (চারমাথা মোড়) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বুপ্রেনরফিন ইঞ্জেকশন এক হাজার চারশ’ পয়ত্রিশ পিস, সিএনজি ১টি, মোবাইল সেট ৩ টি, সীম কার্ড ৭ টি, মেমোরী কার্ড ৩ টি, মাদক বিক্রির নগদ অর্থ আট হাজার সাতশ’ টাকাসহ মাদক ব্যবসায়ী আসামি মোঃ রফিকুল ইসলাম (৪৩), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-চক বৈদ্যনাথপুর (পশ্চিম বরগাছা), থানা-নাটোর সদর, মোঃ দুলাল সরদার (৩৮), পিতা-মৃত আব্দুর রহমান সরদার, সাং-সুর্যবাড়ী, থানা-নলডাঙ্গা, উভয় জেলা-নাটোর, এবং মোঃ বিল্লাল হোসেন (৪০) (সিএনজির ড্রাইভার), পিতা-মোঃ ইয়াছিন প্রামাণিক, সাং-সিংবাছা, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উল্লেখ্য, ধৃত ১নং ও ২নং আসামি আন্তঃজেলা মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং তারা দিনাজপুর, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও আরও জানা যায় যে, ধৃত ১নং আসামি মোঃ রফিকুল ইসলাম (৪৩) পাকশী এবং সান্তাহার রেল স্টেশন এলাকায় প্রায় ২২ সদস্যের একটি চুরি ও ছিনতাইকারী দলের নেতৃত্ব দিয়ে আসছে। উক্ত ধৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
×