ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘুমধুমে ৩ ইটভাঁটি গুড়িয়ে দিয়েছে প্রশাসন

প্রকাশিত: ১৩:১২, ১৩ জানুয়ারি ২০২১

ঘুমধুমে ৩ ইটভাঁটি গুড়িয়ে দিয়েছে প্রশাসন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় গড়ে উঠা অবৈধ ইটভাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উখিয়ার পূর্ব ভালুকিয়া পাড়া হায়দার আলীর মালিকানাধীন এইচ.কে.বি ও নাক্ষ্যংছড়ির ঘুমধুম রেজু ফাত্রাঝিরির এ্যাডভোকেট শহিদের মালিকানাধীন এস.এইচ.বি ইটভাঁটি এবং রেজু গর্জনবনিয়ার সাজু বড়ুয়ার মালিকানাধীন এইচ.এস.বি সহ ৩টি ইটভাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে পরিবেশ অধিদফতরের কর্মীরা। অভিযানে নেতৃত্ব দানকারী পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ বুধবার সাংবাদিকদের বলেন, কক্সবাজারে ১০৫টি ইটভাঁটির মধ্যে ৬২টি ইটভাঁটি অবৈধ। আর বান্দরবান জেলার সমস্ত ইটভাঁটি অবৈধ। যে গুলোতে কোন ধরনের পরিবেশ ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র নেই। এসব ইটভাঁটি ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে এই অভিযান। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাঁটির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
×