ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোঃ জাহিদুল ইসলাম-এর দুটি কবিতা

প্রকাশিত: ২৩:৪৮, ২ জানুয়ারি ২০২১

মোঃ জাহিদুল ইসলাম-এর দুটি কবিতা

শীত এলেই শীত এলো শুনে কাঁপে দুরুদুরু বুকটা দুটি চোখে ভেসে ওঠে পথ শিশুর মুখটা। থাকে সে তো খালি গায়ে খালি পায়ে জুতা জামা পাবে কোথায় খায় দায় পথে, পথেই ঘুমায়। মুখ হাত ফেটে আহা চৌচির কুয়াশার ভিড় রোদের দেখা নেই আহারে শীতের কাপড় দোকান বাজারে। এর ওর মুখে চেয়ে দিন যায় শীত তারে খায় মানুষেরই পাশে এসে দাঁড়াও মানুষ আজ ভালোবেসে। ** ইচ্ছে করে নতুন বছর নতুন বই নতুন শ্রেণী নতুন সই নতুন কলম নতুন খাতা নতুন জুতা নতুন ছাতা আহা মজা, মনের মাঝে। নতুন বইয়ে নতুন পড়া নতুন গল্প নতুন ছড়া পড়তে গেলেই মাথা গরম বলতে আমার কিসের সরম মন বসেনা পড়ার কাজে। ইচ্ছে করে হব পাখি সকাল সাঁঝে উঠব ডাকি বলতে গেলেই বকবে বাবা যাবে না কো এসব ভাবা পাগলামি না তোমার সাজে। চার দেয়ালে বন্দি আমি জুতা জামা অনেক দামী এসব আমার চাই না মোটে ওই বাগানে বকুল ফোটে ঘরেতে মন থাকে না যে!
×