ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রী মৌলভীবাজারে

প্রকাশিত: ২৩:০৩, ১ জানুয়ারি ২০২১

সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রী মৌলভীবাজারে

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৩১ ডিসেম্বর ॥ টানা ৩ দিন থেকে থেকে মৃদু শৈতপ্রবাহ অভ্যাহত থাকায় মৌলভীবাজারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলাজুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রী সেলসিয়াস। মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুজ্জামান জানান, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর থেকে তাপমাত্রা ৭ থেকে সাড়ে ৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠামানা করছে। ঘন কুয়াশা কমে আসলে তাপমাত্রা শীতের তীব্রতা আরও বাড়তে পারে। শীতের এ অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে জানান তিনি।
×