ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাচ্চাদের পেটে ব্যথা

প্রকাশিত: ২৩:০২, ১ জানুয়ারি ২০২১

বাচ্চাদের পেটে ব্যথা

* অনেক সময় ছোট বাচ্চারা পেটে ব্যথার অভিযোগ করতে থাকে। * প্রায়শ পেটের ব্যথা ১০% স্কুল যাওয়া ছেলেমেয়েদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। * এদের মধ্যে ১০% এর শুধু কোন বিশেষ শারীরিক কারণ থাকে। ৯০% এর কোন শারীরিক কারণ খুঁজে পাওয়া যায় না । * বারেবারে পেটের ব্যথা সাধারণত নাভির চারদিকে হয়, হাঁটা-চলার সময় বেশি হয়, স্কুলে যাওয়ার সময় বেশি হয় এবং যে পরিবারে পেটের ব্যথার ইতিহাস এবং মাথার ব্যথার ইতিহাস আছে, তাদের বেশি হয়। * তারা অনুভব করে যেন খাদ্য উপাদানগুলো পেটের ভেতর বাঁকে বাঁকে ঘুরছে। * অর্ধেকের বেশি বাচ্চাকে ডাক্তারের কাছে পাঠানোর পর ঠিক হয়ে যায়। * ১/৪ অংশ বাচ্চা পরবর্তী আই বি এস নামক পেটের ব্যামোতে ভুগতে থাকে। * কোন চিকিৎসার প্রয়োজন পড়ে না। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×