ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ ইটভাঁটি ধ্বংস ॥ ২৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২১:০০, ১ জানুয়ারি ২০২১

১০ ইটভাঁটি ধ্বংস ॥ ২৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৩১ ডিসেম্বর ॥ পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সবিহীন অবৈধ ইটভাঁটির বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পরিবেশ অধিফতর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চট্টগ্রামের হাঁহাজারী ও ফটিকছড়িতে ১০ ইটভাঁটি ধ্বংস ও ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও পরিবেশ অধিফতরের পক্ষে চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্চ আদালতের নির্দেশনায় জেলা ও পরিবেশ অধিদফতর সোমবার থেকে এ অভিযান শুরু করে। পৃথক অভিযানে ফটিকছড়িতে ৫, হাঁহাজারীতে ৫ ইটভাঁটি গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া ২৩ লাখ টাকা জরিমানা ও প্রায় এক লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাঁটির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, জেলার সব অবৈধ ইটভাঁটি উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে।
×