ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সাগরে ১৮ জেলে ২২ দিন ধরে নিখোঁজ

প্রকাশিত: ১৬:২০, ৩১ ডিসেম্বর ২০২০

কলাপাড়ায় সাগরে ১৮ জেলে ২২ দিন ধরে নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়া উপজেলার মহিপুর বন্দরে এফবি আল-হাসান নামের একটি মাছধরার ট্রলারসহ ১৮ জেলে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। এরপর থেকে কারও কোন খোঁজ নেই। এ ঘটনায় ওইসব জেলে পরিবারে এক অজানা শঙ্কা বিরাজ করছে। নিখোঁজ জেলেরা হচ্ছে- মাঝি নজরুল ইসলাম, জেলে আল-আমিন, মোঃ শাকিল, মোঃ শামিম, তোফাজ্জেল ফকির, রমজান তালুকদার, শাহআলম, মোঃ হোসেন, মোঃ খলিল, আব্দুল আজিজ, হাফিজুল্লাহ, আবুল কাশেম, মোঃ ইউসুফ, বাবুল, মোঃ কাশেম, কবির হোসেন, মোঃ বাবুল ও জগানাথ। এসব জেলারা মহিপুর থেকে ট্রলারটি মাছ শিকারে গেছে। ধারনা করা হচ্ছে ইঞ্জিন বিকল হয়ে এসব জেলে ট্রলারসহ ভেসে দেশের সীমানার বাইরে চলে গেছে। নিখোঁজ জেলেদের বাড়ি কলাপাড়া, বরগুনা ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে। আড়ত ও ট্রলার মালিক এবং লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জানান, জেলেদের খোঁজা হচ্ছে। এছাড়া বিষয়টি কোস্টগার্ড ও নৌবাহিনীকে জানানো হয়েছে। মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মহিপুর থানায় একটি জিডি করা হয়েছে। দেশের বিভিন্ন থানায় ম্যাসেজটি দেয়া হয়েছে বলে জানালেন এ পুলিশ কর্মকর্তা।
×