ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন আর নেই

প্রকাশিত: ২৩:৪৯, ৩১ ডিসেম্বর ২০২০

প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন আর নেই

বিশ্বখ্যাত ফরাসী ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন ৯৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। পশ্চিম ফ্রান্সের নেউলিতে একটি হাসপাতালে বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশ্বখ্যাত এ ফরাসী ফ্যাশন ডিজাইনার।Ñ খবর এপির দীর্ঘ ৭০ বছর তিনি বিশ্ব ফ্যাশনে অবদান রেখেছেন। ফ্যাশনকে সবার কাছে পৌঁছে দেয়ার জন্য পিয়েরে কার্দিনের নাম মনে রাখবেন বিশ্বের ফ্যাশনপ্রেমীরা। তিনিই প্রথম ডিজাইনার, যিনি মস্কোর রেড স্কোয়ারে ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন। সেখানে প্রায় দুই লাখ দর্শক হয়েছিল। ফ্যাশনের জনকখ্যাত পিয়েরে কার্দিনের জন্ম ১৯২২ সালের ৭ জুলাই ইতালির ভেনিস শহরে। ১৯৫০ সালে নিজের ফ্যাশন হাউস তৈরি করেন পিয়েরে কার্দিন। ১৯৫১ সালে তিনি ডিজাইন করেছিলেন ‘পার্টি অব দ্য সেঞ্চুরি’র ৩০টি পোশাক। ওই সময়ে পোশাকগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ইতালি, জাপান, আমেরিকা, ইংল্যান্ডের পর প্রথম ফরাসী ডিজাইনার হিসেবে তিনি চীনের সঙ্গেও তার ডিজাইন করা পোশাকের মাধ্যমে যোগসূত্র স্থাপন করেন।
×