ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফাওয়াদ আলমের পুনর্জন্ম!

প্রকাশিত: ২৩:২০, ৩১ ডিসেম্বর ২০২০

ফাওয়াদ আলমের পুনর্জন্ম!

স্পোর্টস রিপোর্টার ॥ আগস্টে ইংল্যান্ড সফরে দীর্ঘ ১০ বছর পর পাকিস্তান দলে ফেরানো হয় ফাওয়াদ আলমকে। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে প্রত্যাবর্তন হলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ০, ২১, ০* ও ৯ রানের পর মনে হচ্ছিল ক্যারিয়ারটাই শেষ হতে যাচ্ছে। মাউন্ট মঙ্গানুইয়ে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর পাকিস্তানের হেরে যাওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০২ রানে যেন পুনর্জন্ম হলো ৩৫ বছর বয়সী ফাওয়াদের। দীর্ঘ ১১ বছর অর্থাৎ ৪ হাজার ২১৮ দিন পর পেলেন সেঞ্চুরি। ফাওয়াদ এর আগে ২০০৯ সালের জুলাইয়ে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১৬৮ রান। এরপর দুটি টেস্ট খেলেই বাদ পড়েছিলেন। টেস্ট ক্রিকেটে দুটি সেঞ্চুরির মাঝে সবচেয়ে বেশি ব্যবধানের তালিকায় তৃতীয় স্থানে ফাওয়াদ। শীর্ষস্থানটি অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলির দখলে। তার চতুর্থ ও পঞ্চম সেঞ্চুরির মাঝে ব্যবধান ছিল ৫ হাজার ৯৩ দিন। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সৈয়দ মুশতাক আলী ৪ হাজার ৫৪৪ দিন পর পেয়েছিলেন তিন অঙ্কের স্বাদ।
×