ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দলে ফিরলেন ডেভিড ওয়ার্নার

প্রকাশিত: ২৩:২০, ৩১ ডিসেম্বর ২০২০

দলে ফিরলেন ডেভিড ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ বড় স্বস্তির খবর পেল অস্ট্রেলিয়া। কুঁচকির চোট কাটিয় দলে ফিরেছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ফিরেছেন অনুশীলনে মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়া ব্যাটসম্যান উইলিয়াম পুকোভস্কি আর ইনজুরিমুক্ত পেসার শন এ্যাবটও। টানা ব্যর্থতায় ছিটকে গেছেন ওপেনার জো বার্নস। এ্যাডিলেডে ৮ উইকেটের জয়ে এগিয়ে গিয়েছিল টিম পেইনের অস্ট্রেলিয়া। মেলবোর্নে ঠিক ৮ উইকেটের জয়ে সমতায় ফিরেছে সফরকারী ভারত। সিডনিতে ৭ জানুয়ারি শুরু বোর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। শেষ দুই টেস্টের অস্ট্রেলিয়া দল ॥ টিম পেইন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শন এ্যাবট, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, মোজেস হেনরিক্স, মার্নাস লাবুশেনে, নাথান লেয়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, উইলিয়াম পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন এবং ম্যাথু ওয়েড। চলে গেলেন জন রিড স্পোর্টস রিপোর্টার ॥ চলে গেলেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জন রিড। ক্রাইস্টচার্চে মঙ্গলবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৭৯ থেকে ১৯৮৬ পর্যন্ত ১৯ টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেন তিনি। টেস্টে ৪৬.২৮ গড়ে ৬ সেঞ্চুরিতে করেন ১২৯৬ রান। ওয়ানডেতে ৬৩৩। বাঁহাতি এই ব্যাটসম্যানের স্মরণীয় পারফর্মেন্স ১৯৮৫ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১০৮ রানের ইনিংস খেলার পথে তিনি তৃতীয় উইকেটে মার্টিন ক্রোর সঙ্গে গড়েছিলেন ২২৪ রানের জুটি। তৃতীয় উইকেটে যা ছিল নিউজিল্যান্ডের তখনকার রেকর্ড জুটি। ম্যাচটাও জিতেছিল তার দল। খেলোয়াড়ী জীবন শেষে নিউজিল্যান্ডের ক্রিকেট অপারেশন ডিরেক্টর ও হাই পারফর্মেন্স ম্যানেজার হিসেবেও কাজ করেছেন রিড।
×