ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মঙ্গানুই টেস্টে পাকিদের হারাল নিউজিল্যান্ড

প্রকাশিত: ২৩:১৮, ৩১ ডিসেম্বর ২০২০

মঙ্গানুই টেস্টে পাকিদের হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ লক্ষ্য ৩৭৩। ৭ উইকেট হাতে রেখে শেষদিনে চাই ৩০২ রান। পঞ্চমদিন ও চতুর্থ ইনিংসে পাকিস্তান তো বটেই, বিশ্বের যে কোন দলের জন্য কাজটা ভীষণ কঠিন। টেস্ট ইতিহাসেই এমন ঘটনার উদহারণ খুব বেশি নেই। শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের দলও পারেনি। তবে ড্র এবং হারের মাঝে ৪.২ ওভার পর্যন্ত ম্যাচটা টেনে নিয়ে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছিল ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা। মাউন্ট মঙ্গানুইয়ে এমনি রোমাঞ্চকর এক দ্বৈরথে শেষ পর্যন্ত ১০১ রানের জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক কিউইরা। ১২৯ রানের অনবদ্য ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দারুণ জয়ে তারদলও উঠে গেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে। ক্রাইস্টচার্চে রবিবার শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। মাউন্ট মঙ্গানুইয়ে নাটকটা এভাবে জমবে দিনের শুরুতে সেটা বোঝা যায়নি। দলটা পাকিস্তান বলেই অনেক কিছুর সম্ভাবনা উঁকি দেয়। দুই অপরাজিত ব্যাটসম্যান ফাওয়াদ আলম ২১ ও আজহার আলি ৩৪ রান নিয়ে মাঠে নামেন। ১৭০ মিনিট ব্যাটিং করে আজহার আলী ১০২ বলে ৩৮ রানে ফেরেন, হারিস সোহেল (৯) যখন দ্রুতই আজহারকে অনুসরণ করেন তখন পাকিস্তানের হার নিয়ে কারও কোন সংশয় ছিল না। তবে ফাওয়াদ আর রিজওয়ান সত্যিকার অর্থেই টেস্ট ক্রিকেটের মজাটা আবার নতুন করে ক্রিকেটপ্রেমীদের অনুভব করার সুযোগ করে দিয়েছেন। পঞ্চম উইকেটে অনবদ্য ১৬৫ রানের জুটি উপহার দেন দু’জনে। মনে হচ্ছিল টেস্টটা ড্রই করে ফেলবে পাকিস্তান। উইলিয়ামসনদের শরীরী ভাষায়ও ফুটে উঠছিল হতাশা। চা বিরতির পর ফাওয়াদ আলম টেস্টের তার দ্বিতীয় সেঞ্চুরি পেলেন ১১ বছর পর। রিজওয়ানও তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১০৩তম ওভারে কাইল জেমিসনের বলে রিজওয়ান (৬০) যখন রিভিউ নিয়ে আউটের সঙ্কেত পেলেন তখন থেকেই পাকিদের পা হড়কানোর শুরু। কিন্তু আশা ছিল ফাওয়াদ যে তখনও ক্রিজে। সেঞ্চুরি করেছেন, পুরোপুরি সেট। টেলএন্ডারদের সঙ্গে নিয়ে তৃতীয় সেশনটা পার করে দেবেন এমন আশা তো ছিলই। কিন্তু পারেননি। ১০২ রানে নেইল ওয়াগনারের বলে উইকেটকিপার বিজে ওয়াটলিংকে ক্যাচ দিলেন তিনি। ফাওয়াদ তার ৩৯৬ মিনিট স্থায়ী ২৬৯ বলের ইনিংসটি সাজান ১৪টি বাউন্ডারি দিয়ে। নাটকের তখনও বাকি। শেষ জুটিতে ক্রিজে ৮ ওভার কাটিয়ে দেন শহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ৪১ বলে ১ রান করা নাসিমকে নিজের বলেই ক্যাচ নিয়ে দলকে ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো এক জয় এনে দেন মিচেল স্যান্টনার। ড্র’র নিঃশ্বাসসম দূরতে, দিনের খেলা যখন ৪.২ ওভার বাকি ২৭১ রানে অলআউট হয় ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। অপরপ্রান্তে তখনও ৩০ বলে ৮ রান নিয়ে অপরাজিত শহীন আফ্রিদি। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৪৩১/১০ (১৫৫ ওভার; উইলিয়ামসন ১২৯, টেইলর ৭০, নিকোলস ৫৬, ওয়াটলিং ৭৩; শাহীন আফ্রিদি ৪/১০) ও দ্বিতীয় ইনিংস- ১৮০/৫ ডিক্লেঃ (৪৫.৩ ওভার; লাথাম ৫৩, ব্লান্ডল ৬৪, উইলিয়ামসন ২১; নাসিম শাহ ৩/৫৫)। পাকিস্তান প্রথম ইনিংস- ২৩৯/১০ (১০২.২ ওভার; আবিদ ২৫, রিজওয়ান ৭১, ফাহিম ৯১; জেমিসন ৩/৩৫, সাউদি ২/৬৯) ও দ্বিতীয় ইনিংস- ২৭১/১০ (১২৩.৩ ওভার; আজহার ৩৮, ফাওয়াদ ১০২, রিজওয়ান ৬০; সাউদি ২/৩৩, স্যান্টনার ২/৫২)। ফল ॥ নিউজিল্যান্ড ১০১ রানে জয়ী। ম্যাচসেরা ॥ কেন উইলিয়ামসন (নিউজিল্যন্ড)। সিরিজ ॥ দুই টেস্টের সিরিজ নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।
×