ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যানচেস্টার ইউনাইটেডে শিরোপার সুবাস

প্রকাশিত: ২৩:১৮, ৩১ ডিসেম্বর ২০২০

ম্যানচেস্টার ইউনাইটেডে শিরোপার সুবাস

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বোচ্চ ২০ বার লীগ শিরোপা জয়ের অবিস্মরণীয় নজির রেড ডেভিলদের দখলে। কিন্তু সেই সফল ক্লাবটি সর্বশেষ এই শিরোপা উঁচিয়ে ধরেছিল ২০১২-১৩ মৌসুমে স্যার এ্যালেক্স ফার্গুসনের জামানায়। এরপর কেটে গেল অর্ধযুগেরও বেশি সময়। কিন্তু শিরোপার দেখা পায়নি আর। শুধু তাই নয় গত ছয়-সাত বছরে ক্লাব ইতিহাসের সবচেয়ে বাজে সময় কাটিয়েছে ম্যানইউ। তারপরও কঠিন এই সময়টাতে ওলে গানার সোলসজায়েরের ওপরে গভীর আস্থা রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। এবার যেন সেই আস্থারই প্রতিদান দিতে চলেছেন ম্যানইউর কোচ। ওলে গানার সোলসজায়েরের অধীনেই যে এখন দুর্দান্ত খেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগে মঙ্গলবারও জয় পেয়েছে তার দল। মার্কো রাশফোর্ডের ৯৩ মিনিটের গোলে ম্যানচেস্টার ইউনাইটেড এদিন ১-০ ব্যবধানে পরাজিত করে উল্ভারহাম্পটন ওয়ান্ডারার্সকে। সেইসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলে এদিন জয়ের দেখা পেয়েছে আর্সেনাল, বার্নলি এবং লিডস ইউনাইটেডও। আর্সেনাল ১-০ ব্যবধানে পরাজিত করেছে ব্রাইটনকে। বার্নলি একই ব্যবধানে হারের স্বাদ উপহার দিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। তবে লীগে এদিন বড় জয়ের স্বাদ পেয়েছে লিডস ইউনাইটেড। এদিন তারা ৫-০ গোলের বড় লজ্জা দিয়েছে ওয়েস্টব্রমকে। নিজেদের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে এদিন উল্ভারহাম্পটন ওয়ান্ডারার্সকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তারুণ্যনির্ভর উল্ভসের বিপক্ষে অনেকটা সৌভাগ্যের জোরেই তিন পয়েন্ট আদায় করেছে স্বাগতিক শিবির। মাত্র ৪৮ ঘণ্টা আগেই উল্ভসের এই দল টটেনহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। সাম্প্রতিক সময় বেশ কয়েকবারই ইউনাইটেড ও উল্ভস একে অপরের মোকাবেলা করেছে। ম্যাচগুলোতে অবশ্য ইউনাইটেডেরই আধিপত্য ছিল। তারই ধারাবাহিকতায় এদিনও ইউনাইটেড বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল। কিন্তু হঠাৎ করেই ছন্দ পতনে ইউনাইটেডকে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে গোলের জন্য। আর এই ধরনের জয় আরও একবার ইউনাইটেডর সবচেয়ে সফল কোচ এ্যালেক্স ফার্গুসনের সময়টাকে সামনে নিয়ে এসেছিল। ফার্গুসনের অধীনে প্রায় সময়ই ইউনাইটেড শেষ মুহূর্তের গোলে দলের জয় নিশ্চিত করত। এদিনও তার ব্যতিক্রম ছিল না। ম্যাচের অতিরিক্ত সময় রাশফোর্ডের শট রোমেইন সেইসের ডিফ্লেকটেড হয়ে জালে জড়ালে রেড ডেভিলদের জয় নিশ্চিত হয়। এই জয়ের ফলে ১৫ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমানসংখ্যক ম্যাচ থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের। দ্বিতীয় স্থানে উঠে আসায় শিরোপা পুনরুদ্ধারের প্রসঙ্গ আসছে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। তবে এখনই তা মানতে নারাজ ওলে গানার সোলসজায়ের। তিনি বলেন, ‘১৫ ম্যাচ শেষেই শিরোপার দৌড় নিয়ে কোন কথা নেই। আরও ১৫ ম্যাচ খেলার পর যখন সংখ্যাটা ৩০ হবে তখন আমরা শিরোপার ব্যাপারে কথা বলতে পারি।’ দিনের আরেক ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল। মাইকেল আর্তেতার দল শিষ্যরাও এদিন ১-০ গোলে পরাজিত করেছে ব্রাইটনকে। ম্যাচের ৬৬ মিনিটে আলেক্সান্দার লাকাজেত্তের গোলে ব্রাইটনের মাঠে গানারদের জয় নিশ্চিত হয়। ইনজুরি কাটিয়ে এদিন দলে ফিরেন অধিনায়ক পিয়েরে-এমেরিক অবামেয়াং। বদলি হিসেবে মাঠে নেমে ফরাসী স্ট্রাইকার লাকাজেত্তে ২১ সেকেন্ডের মধ্যে বুকায়ো সাকার পাসে গোল নিশ্চিত করেন লাকাজেত্তে। এই জয়ে টেবিলের ১৩তম স্থানে উঠে এসেছে আর্সেনাল। ম্যাচশেষে কোচ মিকেল আর্তেতা বলেন, ‘জয়ই হলো সবচেয়ে সেরা ওষুধ। ম্যাচে জয়ী হলে পুরো চিত্রই পাল্টে যায়। তখন সবকিছুই স্পষ্ট মনে হয়।’ এদিকে ক্রমেই করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় প্রিমিয়ার লীগের চলমান রাউন্ডের খেলা আয়োজন নিয়ে বিপাকে রয়েছে লীগ কর্তৃপক্ষ। কেননা মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যেই ম্যানচেস্টার সিটির এভারটন সফর স্থগিত করা হয়েছে। সাউদাম্পটনেরও বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ায় তাদের নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে। কোচ রাল্ফ হ্যাসেনহাটলও আইসোলেশনে থাকায় গোলশূন্য ড্রয়ের ম্যাচটিতে ডাগআউটে ছিলেন না। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় লীগ হয়তোবা দুই সপ্তাহের জন্য বন্ধ হয়ে যেতে পারে।
×