ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপার প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনব্যাপী নানা আয়োজন

প্রকাশিত: ২৩:০২, ৩১ ডিসেম্বর ২০২০

জাপার প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনব্যাপী নানা আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ পয়লা জানুয়ারি জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে দলটির পক্ষ থেকে। বুধবার দলের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক জানুয়ারি সকাল নয়টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এ সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন দলের নেতাকর্মীরা। এছাড়া এদিন বিকেল তিনটায় জাপা চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ শীর্ষ নেতৃবৃন্দ সভায় অংশ নেবেন। এছাড়া বনানী কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক এবং পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরিফা কাদের-এর তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন সাংস্কৃতিক পার্টির নেতৃবৃন্দ।
×