ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৫৯ বিজিবি সদস্য

প্রকাশিত: ২৩:০১, ৩১ ডিসেম্বর ২০২০

বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৫৯ বিজিবি সদস্য

স্টাফ রিপোর্টার ॥ বীরত্ব¡পূর্ণ কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৯ জন বিজিবি সদস্যকে পদক দেয়া হয়েছে। পদকপ্রাপ্তরা ভবিষ্যতে আরও বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন সরকারের আন্তরিকতায় বিজিবি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সাজ সরঞ্জামসহ নানা আধুনিক প্রযুক্তি। ভবিষ্যতে বিজিবি একটি বহুমাত্রিক অত্যন্ত শক্তিশালী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। বুধবার সকালে পিলখানা বিজিবি সদর দফতরের মাল্টিপারপাস সেডে বিজিবি সদস্যদের কৃতিত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ কাজের জন্য পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি একথা বলেন। পদকপ্রাপ্তদের মধ্যে ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২০ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা (বিজিবিএমএস) এবং ১৯ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা (পিজিবিএমএস) প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ, বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও বেসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
×