ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় হামলায় দুই সাংবাদিক আহত

প্রকাশিত: ২৩:০১, ৩১ ডিসেম্বর ২০২০

বগুড়ায় হামলায় দুই সাংবাদিক আহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া সদরের দশটিকায় বুধবার বিকেলে গৃহহীনদের বাড়ি নির্মাণ প্রকল্পের অনিয়ম অনুসন্ধান করতে গিয়ে সময় টিভির স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও ক্যামেরাপার্সন রবিউল ইসলামের ওপর হামলা চালানো হয়। লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করায় তারা গুরুতর আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে বগুড়া টিভি সাংবাদিক ও ক্যামেরাপার্সন এ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী দিয়েছে। রিপোর্টার মাজেদুর রহমান জানিয়েছেন,বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা গ্রামে নিম্নমানের উপকরণ দিয়ে গৃহনির্মাণ করা হচ্ছে এমন সংবাদ পাওয়ার পর প্রতিবেদন তৈরি করার জন্য তারা সেখানে যান। এ সময় স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান লাল এবং শ্রমিক লীগ নেতা জনি তাদের সঙ্গে অশোভন আচরণ করে। এক পর্যায়ে ইউপি সদস্য ও শ্রমিক লীগ নেতার সঙ্গে যোগ দেয় ৮/১০ মস্তান। তারা লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। ক্যামেরা ভাংচুর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠায়।
×