ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করবে বাম জোট

প্রকাশিত: ২৩:০১, ৩১ ডিসেম্বর ২০২০

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করবে বাম জোট

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। বুধবার রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক সমাবেশ থেকে জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নেতা আবদুল্লাহ আল ক্বাফী রতন জানান, আগামী ৬ জানুয়ারি নির্বাচন কমিশনের সামনে এই বিক্ষোভ সমাবেশ হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের দিনকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচী ছিল জোটের। পল্টন মোড়ে সমাবেশ করে মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগোলে শাহবাগ মোড়ে পুলিশ তা আটকে দেয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙ্গে পরে জোটের কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় সৃষ্টি হয় তীব্র যানজোটের। প্রায় আধঘণ্টা ধরে মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন বামপন্থীরা। এর আগে পল্টন মোড়ে সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একটি লজ্জার দিন। যতদিন এই লজ্জা থাকবে ততদিন বামরা পথে থাকবে। ১৯৭৩, ৮৮ এর নির্বাচনের সঙ্গে ২০১৪ এবং ২০১৮ এর নির্বাচনও একসঙ্গে উচ্চারণ হবে। আমরা কালো দিবস বলছি। সরকারের মুখে কালি লেপতে চাই আমরা। প্রধানমন্ত্রী বলেছেন তিনি জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন। আমরা বলতে চাই, জনগণের প্রতারিত হওয়া তিনি ফিরিয়ে দিয়েছেন।
×