ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনঐক্যের সঙ্কল্প গ্রহণ করতে হবে ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:০০, ৩১ ডিসেম্বর ২০২০

জনঐক্যের সঙ্কল্প গ্রহণ করতে হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ইংরেজী নতুন বছরে সরকার পরিবর্তনের প্রত্যাশায় জনঐক্যের সংকল্প গ্রহণ করতে হবে, সবাইকে শপথ করতে হবে। ফখরুল বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে দিনটিকে আমরা ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবই। এজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পদত্যাগ করিয়ে জনগণের সরকার নিয়ে আসব। তিনি বলেন, আজকের এই দিনটি হচ্ছে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় একটি দিন। দেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রাম শুধু বিএনপির একার নয়, সব দল মতের সংগ্রাম। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আন্দোলন করেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রহসনের নির্বাচন করেছে। ফখরুল বলেন, দেশে এখন একদলীয় সরকার কায়েম হয়েছে। লুটপাটের রাজনীতি শুরু হয়েছে। ব্যাংক লুট করে অর্থ আত্মসাত করে বিদেশে পাচার করা হচ্ছে। আমরা এ থেকে মুক্তি চাই, দেশের জনগণ এ থেকে মুক্তি চায়। নির্বাচন কমিশনের সমালোচনা করে ফখরুল বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আন্দোলনের মাধ্যমে আমাদের বাধ্য করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার। নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ইভিএমে এক জায়গায় ভোট দিলে আরেক জায়গায় পড়ে যায়। ধানের শীষে ভোট দিলে নৌকায় পড়ে। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানসহ সারাদেশে ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
×