ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলে সঙ্গীত শিল্পীদের মাঝে নির্মূল কমিটির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২২:৪০, ৩১ ডিসেম্বর ২০২০

উত্তরাঞ্চলে সঙ্গীত শিল্পীদের মাঝে নির্মূল কমিটির শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ শীতপ্রধান এলাকা হিসেবে পরিচিত দেশের উত্তরাঞ্চলে সঙ্গীত শিল্পীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বুধবার কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় জনানো হয়, ২৯ ও ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কাছারিপাড়া সুফলা সতিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে মায়ের তরীর শিশুশিল্পী ও বাউল গুরুদের মধ্যে শীতবস্ত্র হিসেবে ২২০ টি চাদর ও ২২০ টি কম্বল বিতরণ করা হয়। মায়ের তরীর শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিশুশিল্পীরা সমবেত কণ্ঠে লালনগীতি ও ভাওয়াইয়া গান পরিবেশন করেন।
×