ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সারাদেশে সাড়ম্বরে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ২২:৩৯, ৩১ ডিসেম্বর ২০২০

সারাদেশে সাড়ম্বরে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি ॥ সভা-সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ র‌্যালিসহ নানা কর্মসূচীর মাধ্যমে বুধবার ঢাকাসহ সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ সকল কর্মসূচী থেকে বিএনপির নেতৃত্বে সকল উগ্রসাম্প্রদায়িক অপশক্তির যেকোন ষড়যন্ত্র রাজনৈতিকভাবেই মোকাবেলার পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে দেশের ‘উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা’ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় করা হয়েছে। গণতন্ত্রের বিজয় দিবসে ঢাকাসহ সারাদেশের রাজপথই ছিল মূলত আওয়ামী লীগের দখলে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার রাজধানীর দুটি স্থানে গণতন্ত্রের বিজয় উৎসব উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। জনগণের পবিত্র ইচ্ছার প্রতিফলন সংবিধান রক্ষার দিন। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তির সকল দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের পৃষ্টপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির কালো ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বঙ্গবন্ধুর বাংলাদেশ।
×