ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী পাঠ্যবই বিতরণ উদ্বোধন করবেন আজ

প্রকাশিত: ২২:৩৭, ৩১ ডিসেম্বর ২০২০

প্রধানমন্ত্রী পাঠ্যবই বিতরণ উদ্বোধন করবেন আজ

স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারীর কারণে এবার অন্য বছরের মতো পাঠ্যবই উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে স্কুল থেকেই বই বিতরণের ব্যবস্থা করা হবে। আজ বৃহস্পতিবার পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেবেন। এ বছর বই উৎসব হচ্ছে না। স্কুল থেকেই বই দেয়া হবে। শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোকে তিন দিন সময় দেয়া হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণে ১২ দিন সময় পাবে স্কুলগুলো। ইতোমধ্যে মাঠপর্যায়ে বই পাঠানো হয়েছে। কর্মকর্তারা প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দিচ্ছেন। স্কুল থেকেই শিক্ষার্থীদের বই সংগ্রহ করবেন। স্কুলগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণের ব্যবস্থা করবে। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই ১ জানুয়ারি বিতরণ শুরু হচ্ছে। স্কুল থেকেই শিক্ষার্থীদের বই নিতে হবে। একদিনেই প্রাথমিক বিদ্যালয়গুলোর বই বিতরণ করা যাবে বলে ধারণা মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। বই বিতরণে স্কুলগুলোতে শ্রেণিভিত্তিক বুথ করা হয়েছে। একজন শিক্ষকরা একটি বুথের দায়িত্বে থাকবেন। শিক্ষার্থীরা শ্রেণী ওয়ারি বুথ থেকে বই সংগ্রহ করবে। অনেক উপজেলায় বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
×