ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধি মেনে বাকৃবিতে স্নাতক শেষবর্ষের পরীক্ষা

প্রকাশিত: ২১:৩০, ৩১ ডিসেম্বর ২০২০

স্বাস্থ্যবিধি মেনে বাকৃবিতে স্নাতক শেষবর্ষের পরীক্ষা

বাকৃবি সংবাদদাতা ॥ কঠোর স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক শেষ বেের্ষর চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শেষ বর্ষের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। চলবে আগামী মাসের ১৪ তারিখ পর্যন্ত। পরীক্ষায় শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে শিক্ষক, শিক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলের হাত স্যানিটাইজড, মাস্ক ব্যবহার করা, যথেষ্ট শারীরিক দূরত্বের বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষার্থীদের আসন বিন্যাসও ছিল নিরাপদ দূরত্ব বজায় রেখে। এই সময়ে ক্যাম্পাসে না থাকায় চূড়ান্ত বর্ষের বিদেশী শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষায় অংশ নিচ্ছেন। নয় মাস পরে পরীক্ষা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মকবুল হোসেন জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেছি। সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন করতে পারলে অন্য বর্ষের পরীক্ষাও নেয়ার পরিকল্পনা আছে।
×