ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হুজি কমান্ডারসহ গ্রেফতার দুই

প্রকাশিত: ২১:২৯, ৩১ ডিসেম্বর ২০২০

রাজশাহীতে হুজি কমান্ডারসহ গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘হরকাতুল জিহাদ-বাংলাদেশ’ এর রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী নগর পুলিশ। বুধবার ভোরে নগরীর খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে অটোরিক্সা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা ও রাজশাহী অঞ্চলের হুজি-বির আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহীম খলিল ও হুজির নব্য সদস্য ও সমন্বয়কারী আব্দুল আজিজ নোমান। এদের মধ্যে ইব্রাহীম খলিলের বাসা যশোর জেলার ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামে বাড়ি এবং আব্দুল আজিজের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার মোশারফ মঞ্জিলে বাড়ি। গ্রেপ্তারকৃরা হুজি-বি এর নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী আটককৃত নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকার নির্দেশনায় কাজ করছিলেন বলে পুলিশ জানায়। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, কারাগারে থাকা হুজি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় দুবাই ও মধ্যপ্রাচ্য থেকে অর্থ এনে সংগঠন গতিশীল করতে তৎপরতা চালিয়ে আসছিলো গ্রেফতার কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল ও সমন্বয়কারী আবদুল আজিজ ওরফে নোমান। সেই ধারাবাহিকতায় তারা আজ ভোরে রাজশাহী আসেন, একটি গোপন বৈঠকে যোগ দিতে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সড়ক থেকে তাদের গ্রেফতার করে। রাণীনগরে ৫৫০ কেজি ভিজিডির চাল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ ডিসেম্বর ॥ নওগাঁর রাণীনগরে ভিজিডির ৫৫০ কেজি চাল জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। বুধবার দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের বেতগাড়ী বাজারে অভিযান চালিয়ে তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে ভিজিডির প্রায় ৫৫০ কেজি চাল জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। জানা গেছে, বুধবার সকালে বেতগাড়ী বাজারে গোনা ইউনিয়ন পরিষদ থেকে ২৫০ জন সুবিধা ভোগীদের প্রতি জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু রহস্যজনক কারণে ইউনিয়ন পরিষদের পাশের বাজারের একটি ঘরে ভিজিডির চাল গুদামজাত করে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে দুপুরে হামিদুলের ঘরে সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম ও খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
×